BanshkhaliTimes

বাঁশখালীতে আরো ২৯ জন করোনায় আক্রান্ত

 

মু.মিজান বিন তাহের: বাঁশখালীতে আরো ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলার সোনালী ব্যাংক বাঁশখালী উপজেলা শাখার ম্যানেজারসহ ৬ জন এবং বেসরকারি এনজি সংস্থা আশা ব্যাংকের ২ জনসহ মোট ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলো ১২০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুর রহমান মজুমদার জানান, গত ২৪ ঘন্টার প্রাপ্ত তথ্যে বাঁশখালীতে ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে বাঁশখালী উপজেলার জলদী শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার, সহকারী ম্যানেজার ও আনছার সদস্যসহ ৬ জন, চাম্বলে ৪ জন, ছনুয়াতে ৬ জন, শেখেরখীলে ২ জন, গুনাগরিতে ৩ জন, বৈলছড়ি চেচুরিয়াতে ৩ জন, পৌরসভার জলদীতে আশা ব্যাংকের দুইজন কর্মকর্তাসহ ৫ জন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *