BanshkhaliTimes

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ সারা দেশের মত চট্টগ্রামের বাঁশখালীতে ও পালিত হয়েছে।
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ১৩ অক্টোবর বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ।

BanshkhaliTimes

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশ,উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,ববাঁশখালী ফায়ার সাভির্সের টিম লিডার লিটন ভূষনাথ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনোতোষ দাশ, আওয়ামীলীগ নেতা জিল্লুর করীম শরীফি, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, বাঁশখালী সরকারি মডেল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এর পরে বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *