মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল আয়োজন উপলক্ষ্যে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাস্টার নজির আহমদ ট্রাস্ট সভাপতি আলহাজ শফিকুর রহমান সভাপতিত্ব করেন।
উক্ত সভায় আগামী ৪’জানুয়ারি ২০১৮ইং মাস্টার নজির আহমদ কলেজ মাঠে মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি।বাংলাদেশি বিখ্যাত ক্বারীদের পাশাপাশি ক্বেরাত মাহফিলের মূল আকর্ষণ বিদেশী ক্বারীদের মধ্যে মিশর, ইরান, ব্রুনাই, তানজানিয়া, মালেয়শিয়া এবং ভারত থেকে বিশ্বনন্দিত ক্বারীদের আগমন নিশ্চিত করা হয়েছে বলেও জানান সদস্য সচিব। ক্বেরাত মাহফিল সফল ভাবে সম্পন্ন করার আহবান জানিয়ে বর্ধিত সভা সমাপ্তি ঘোষণা করেন ট্রাস্টের সভাপতি।
প্রেস বিজ্ঞপ্তি