বাঁশখালীতে আনোয়ারুল আজিম মেধাবৃত্তি’১৭ অনুষ্ঠিত

বাঁশখালীতে আনোয়ারুল আজিম মেধাবৃত্তি’১৭ অনুষ্ঠিত

আবু ওবাইদা আরাফাত: বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২৩ ডিসেম্বর সম্পন্ন হয়েছে এম. আনোয়ারুল আজিম মেধাবৃত্তি’১৭ এর পরীক্ষা গ্রহণের আনুষ্ঠানিকতা।
বাঁশখালীর কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মরহুম এম. আনোয়ারুল আজিম (ভোলা) স্মরণে প্রতিষ্ঠিত এম. আনোয়ারুল আজিম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এতে বাঁশখালীর বিভিন্ন বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রথম থেকে দশম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চেচুরিয়াস্থ আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১ টায় শুরু হয়ে একযোগে দুপুর ১ টায় শেষ হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বাঁশখালী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ তাহেরুল ইসলাম, সাবেক সভাপতি ও বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গোলামুর রহমান চৌধুরী, বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতা রাশেদ আলী ও ফজলুল কাদের।
উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি কাওসার আজিম অঞ্জন, উপদেষ্টা অধ্যাপক সুমন সেন, বরইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী, এম আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তেজেন্দ্র লাল দে, বর্তমান প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাশ, সচিব পলক তালুকদার, অর্থ সম্পাদক শিহাব উদ্দিন, এম আনোয়ারুল আজিম মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও বৃত্তি কমিটির সদস্য রেজাউল করিম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক ও বৃত্তি কমিটির সদস্য আবু ওবাইদা আরাফাত, রাছিফ ইকবাল রাকিব, বৃত্তি কমিটির সদস্য মিজানুর রহমান, কেএসএম মিজানুল হক প্রমুখ।

বৃত্তি পরীক্ষা উপলক্ষে অভিভাকদের আলাদা বসার সু-ব্যবস্থা, পরীক্ষার্থীদের জরুরী চিকিৎসাসেবার জন্য এফডিএসআর কর্তৃক ফাস্ট এইড মেডিকেল বুথের ব্যবস্থা উপস্থিত অভিভাবকদের কাছে প্রশংসিত হয়েছে।

এ প্রসঙ্গে বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি কাওসার আজিম অঞ্জন বলেন- প্রথমবারের মতো এ আয়োজনে সারা বাঁশখালীর প্রতিষ্ঠানগুলো থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা এ বৃত্তির ধারাবাহিকতা বজায় রাখবো ইনশা আল্লাহ।

আগামী ১০ মার্চ এ বৃত্তির ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

 

আরও পড়ুন :

আল্লামা আব্দুচ্ছালাম শাহ্ (রহ.) স্মৃতিবৃত্তি পরীক্ষা-২০১৭ সম্পন্ন

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *