বাঁশখালীতে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিনের অর্থ-সহায়তা

মানবতার ডাকে সুদূর চট্টগ্রাম বাঁশখালীতে আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ!

কুরাআন সুন্নাহর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্টার আন্দোলনে যিনি শত শত পথ হরা যুবকে নামাজের দাওয়াত দিয়েছেন যার স্বপ্ন ছিলো কুরাআন সুন্নাহ সমাজ গঠনের তিনি সকলের প্রিয় ইন্জিয়ার সুলতান ভাই। আজ মরণব্যাধি ক্যান্সারের আক্রান্ত, সকল ভাইদের কাছে দোয়া চাই প্রিয় সুলতান ভাই ফিরে আসুক আমাদের মাঝে। প্রিয় সুলতান ভাইয়ের পাশে দাড়ালেন সেবা মূলক সংগঠন আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ!  ৯জানুয়ারি২০১৮ইংরেজী চট্টগ্রাম বাঁশখালী কাথরিয়া তার বাড়ীতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে তাকে নগদ অর্থ তুলেদেন আল্লামা নুরুল আমিন, এম মহিউল আলম চৌধুরী, আব্দুল্লাহ আল রেজা, আল্লামা আব্দুল মালেক আশরাফী, মাষ্টার নুরুল হক বি কম, এম শিহাব উদ্দিন, আকরামুল হক, এম লোকমান,এইচ এম মহি উদ্দিন, ছাবের আহমদ,এম আবদুল্লাহ প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *