বাঁশখালী টাইমস: অটোরিকশা শ্রমিক সংগঠনের ব্যানারে আগামীকাল ২০ সেপ্টেম্বর বাঁশখালীতে পরিবহন ধর্মঘট আহবান করা হয়েছে। এই পরিবহন ধর্মঘট বাঁশখালী ছাড়াও পেকুয়া ও সাতকানিয়ার পশ্চিমাংশ অন্তর্ভূক্ত বলে জানা গেছে।
এই সংগঠনের নাম দিয়ে সারা বাঁশখালীতে ছোট হ্যান্ডবিল বিভিন্ন জায়গায় সাঁটানো হয়েছে। সেই হ্যান্ডবিলে তারা লিখেছে- “বাঁশখালী পরিবহন শ্রমিক তথা সিএনজি/ ডিজেলচালিত গাড়িসমূহের উপর অন্যায়, অবিচার, নির্যাতন এবং প্রশাসন ও পুলিশের হয়রানি ইত্যাদি জুলুমসমূহের প্রতিবাদে ২০ সেপ্টেম্বর বুধবার জনসভা বানচাল করার ষড়যন্ত্রের প্রতি উত্তরে “বাঁশখালী, পেকুয়া ও সাতকানিয়া’র পশ্চিমাংশ সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট।”
উল্লেখ্য, বাঁশখালীর বিভিন্ন যানবহন শ্রমিকদের উদ্যোগে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীকে সম্বর্ধনা দেয়ার কথা ছিল। কিন্তু বাঁশখালী আওয়ামীলীগের প্রকাশ্য প্রতিহতের ঘোষণায় সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়।
তাছাড়া অনুষ্ঠান স্থগিতসহ বিভিন্ন জায়গায় পরিবহন শ্রমিকদেরকে মারধর ও গাড়ির গ্লাস ভাঙচুর করার প্রতিবাদে আগামী কাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাঁশখালী পেকুয়া সাতকানিয়ার পশ্চিম অংশসহ পরিবহন শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে।