তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জেলহত্যা দিবসের এক আলোচনা সভা আজ বিকেলে পৌরসভার গ্রীণপার্ক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালিপুর ইউপি চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদত আলম, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, ছনুয়া ইউপি চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মো: ইয়াছিন তালুকদার, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, মাষ্টার শামসুল আলম ছিদ্দিকী, পৌরসভা আওয়ামীলীগ এর যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা আওয়ামীলীগ নেতা আকতার হোছাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আক্তার, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাদুর রশিদ, বেদার উদ্দিন তালুকদার, গাজী জাহেদ আকবর জেবু, ইবনে আমিন, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিহাব উল হক সিকদার, খোরশেদ আলম, নজরুল ইসলাম চৌধুরী, জসীম হায়দার, জামাল উদ্দিন, আবুল বশর, সেলিম উদ্দিন চৌধুরী, ফজলুল কবির ফজু, মোহামুদুল ইসলাম, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসেন, কাউন্সিলর আজগর হোছাইন, আবদুর রহমান, ছাত্রলীগ নেতা মিজান সিকদার, নঈমুল হক মাহফুজ, ইমরুল হক চৌধুরী ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন- ‘দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে দেশ বিরোধী চক্র জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকান্ডও দেশ বিরোধী একই চক্রের ঘৃণ্য অপচেষ্টা। এদের সেই প্রচেষ্টা সফল হয়নি। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।’