চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলার শিকার হয়েছেন মনজুর আলম নামে চট্টগ্রাম জেলা জজ আদালতের এক আইনজীবী। এতে তিনিসহ তাকে উদ্ধার করতে আসা দুই জন গুরুতর আহত হয়েছেন। হামলাকালীন সময়ে তার কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ছিনতাই করেছে হামলাকারীরা। হামলার পর বাঁশখালী হাসপাতালে ভর্তি হন এডভোকেট মনজুর আলম। হামলা এবং ছিনতাইয়ের বিষয়ে তিনি বাঁশখালী থানা অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগ করেছেন।
আইনজীবী, মানবাধিকার ও সমাজ কর্মী মনজুর আলম জানান, ২০০২ সালে তার বাবা মারা যাওয়ার পর থেকে বিশেষ করে ২০১০ সাল থেকে জিয়াউদ্দিন নামক এলাকার সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী এবং তার বাহিনী তাদের অনেক সম্পত্তি দখল করে নিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের আরো কিছু সম্পত্তি ঘেরা বেড়া ভেঙ্গে ফেলে এবং সীমানা পিলার নিয়ে যায়।
তিনি জানান, এত কিছুর পরও একদিনও আমরা তাদের সাথে কোন ঝগড়া বা তর্ক করি নাই। শুধু এলাকায় গন্যমান্য ব্যক্তিদের নিকট বিচার চেয়েছি। গত ১৬ জুলাই লিখিত স্টাম্প হয়েছে জিয়াউদ্দিন আমাদের সব জায়গা ফেরত দিবে। সেই স্ট্যাম্পটি করেছিল তার আপন মামা।
সূত্র- দেশান্তর