বাঁশখালীতে অ্যাম্বিশনের শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাঁশখালী টাইমস: বাঁশখালীতে অ্যাম্বিশন (Ambition) কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদসদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী। সুপ্রীমকোর্টের আইনজীবি এ্যাডভোকেট কুমার দেবুল দেব, বাহারছড়ার চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।

মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমার চিন্তা চেতনায় সবসময় বাঁশখালীর উন্নয়ন করা, বাঁশখালীর মানুষের সেবা করাই উদ্দেশ্য। কে কোন দল করে সেটা আমি দেখি না। কাউকে মামলা হামলা দিয়ে অযথা হয়রানি করি না। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে তবেই নৌকার বিজয় ছিনিয়ে এনেছি। ইউপি ও পৌর নির্বাচন তার বড় প্রমাণ।
তিনি বলেন, বাঁশখালীর ছেলেরা উচ্চ শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় কর্মরত আছে। তাদের মূল্যায়ন করতে হবে। কিন্তু মানুষ শিক্ষা এবং মেধার চেয়ে টাকাওয়ালাদের বেশী সমাদর করছে। এটা খুবই দুঃখজনক।

অ্যাম্বিশনের(Ambition) পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, নাজিম, রায়হান সুবাহান, জাকের, সায়েম সহ আরো অনেকেই।
প্রোগ্রাম সঞ্চালনা করেন অাবু সায়েদ রয়েল ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *