তাফহীমুল ইসলাম, বাঁশখালী-
বাঁশখালী উপজেলায় অসহায় গো খামারিদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুন) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ কার্যালয়ে খামারিদের হাতে হাতে এই গো খাদ্য তুলে দেয়া হয়।
বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ৬৩টি দরিদ্র ও অসহায় খামারির মাঝে গো খাদ্য হিসেবে ১০ কেজি ভুষি, ১০ কেজি খৈল, ১০ কেজি চালের গুড়া ও ১০ কেজি চিটাগুড় বিতরণ করা হয়।