BanshkhaliTimes

বাঁশখালীতে অভিযান অব্যাহত, আবারও সিলগালা নিবন্ধনহীন ল্যাব

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান কর্তৃক ভ্রাম্যমাণ আদালত চালিয়ে একটি ড্রেজার আটক করা হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে বাঁশখালী উপজেলার পুকুরিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পুকুরিয়া ১ নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাঙ্গু নদী থেকে একটি ড্রেজার আটক করা হয়। এই সময়ে ড্রেজারের মালিক (বরুমছড়া) আনোয়ারার মৃত আবুল কাসেমের ছেলে শাহীন (২৬) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় সাধারণ সদস্য মোহাম্মদ এমদাদ উল্লাহর জিম্মায় দেওয়া হয়।

অপরদিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিচালনায় বিভিন্ন নিবন্ধনবিহীন ক্লিনিক ও ল্যাব এর বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার, সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এবং মেডিকেল অফিসার ডা. হীরক কুমার পালের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বাঁশখালী পুকুরিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালকে ১ মাসের সময় দেওয়া হয়েছে এবং আল ইহসান ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এসময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *