BanshkhaliTimes

বাঁশখালীতে অধ্যক্ষ রফিকুল ইসলাম স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে অধ্যক্ষ রফিকুল ইসলাম স্মৃতি সংসদ কতৃর্ক অায়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা মহান বিজয় দিবস বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৯ টায় অনুষ্ঠিত হয়৷ বাঁশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর জলদী মিয়ার বাজারের পূর্ব পার্শ্বে রহুল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ এলাকায় সিকদার খন্দকার একাদশ বনাম চাম্বল এ্যামভিশন ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়েই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে চাম্বল এ্যামভিশন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে সিকদার খন্দকার একাদশ বিজয়ী লাভ করে।

বাঁশখালী আইনজিবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তকছিমুল গনী ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত টূর্নামেন্টে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল কবির সিকদার, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, বাঁশখালী পৌরসভার সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, রাজনীতিবিদ ও সমাজ সেবক হেলাল সিকদার, জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য (মতোয়াল্লী), দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের, তরুন রাজনীতিবিদ ও সমাজসেবক জাবেদুল কাদের সুমন, বাঁশখালী সরকারী আলাওল কলেজের অফিস সহকারী বেলাল আহমদ প্রমুখ।

এ সময় উক্ত উদ্বোধনী নাইট শর্টপিস টুর্নামেন্ট খেলা পরিচালনা করেন মোঃ শামশুল আলম ও সাইমুন বাবু। উক্ত খেলা শিশু কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সের কয়েক শতাধিক দর্শক উপভোগ করেন।

খেলায় ম্যান অব দ্যা সিরিজ ও ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে খেলোয়াড়দের মাঝে পদক তুলে দেয়া হয়।

এই টূর্নামেন্টে সর্বমোট ১৬ টি দল অংশগ্রহণ করবেন বলে জানান খেলা পরিচালনা কমিটি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *