বাঁশখালী ( Banshkhali ) জুড়ে নলকূপ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

খানখানাবাদ প্রতিনিধি: ভারত সরকার কর্তৃক এদেশে সুপেয় পানির গভীর নলকূপ স্থাপনের কর্মসূচী হাতে নিয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল স্থানে নলকূপ স্থাপন কর্মসচী চলবে ।

রবিবার (২০ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রামের বাঁশখালীর ( Banshkhali ) খানখানাবাদ ইউনিয়ন পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত গভীর নলকূপ স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী।

বাংলাদেশ ভারত এক অপরের পরিপূরক। ভারত সরকারের সাহায্যপুষ্ট গভীর নলকূপ স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার (চট্টগ্রাম) শ্রী সোমনাথ হালদার এ কথা বলেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী ( Banshkhali ) পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার(চট্টগ্রাম) এর সচিব এস.সিংহা.স্বনির্ভর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাঁশখালীর ( Banshkhali ) ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ১৫০টি গভীর নলকুপ প্রদান করে ভারত সরকার।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *