বাঁশখালী টাইমস: আজ ১৫ আগস্ট ২০১৭, মঙ্গলবার। সারাদেশের মতো বাঁশখালীতেও আবেগঘন আয়োজনে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসার পর ১৯৯৬ সাল থেকে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে।
আজ বাঁশখালী পৌরসভাসহ ১৪টি ইউনিয়ন ও তৎ-অধীন ওয়ার্ডসমূহে দোয়া, মাহফিল ও আলোচনার সভার মাধ্যমে শোক দিবস পালন করা হয়। প্রতিটি চেয়ারম্যান পরিষদে আলাদা আলাদা শোক দিবস পালিত হয়।
বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসায়ও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠন যুবলীগ, ছাত্রলীগসহ অন্য সংগঠনগুলোও শোক দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করে। এতে হাজার-হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে।
বাঁশখালীতে ইতিপূর্বে এত ব্যাপকভাবে শোক পালন করা হয়নি।