বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলাকে পর্যটন উপজেলা হিসেবে সরকারী ঘোষণার দাবিতে গতকাল ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফেসবুক গ্রুপ ‘বাঁশখালী পর্যটন শিল্প পরিষদ’ এর উদ্যোগে এতে বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাব, দেশবাংলা ট্যুরিজম, রক্তের সন্ধানে বাঁশখালীসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি, সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা অাক্তার জাহান, রাজনীতিবিদ গাজী জাহেদ অাকবর জেবু, এডভোকেট নেজাম উদ্দিন, ব্যবসায়ী নিজামুল হক সোহেল, ব্যবসায়ী আতাউর রহমান কায়সার, সমাজসেবক মো: খোরশেদ আলম(জুয়েল), মিশকাতুল কবির, মোসলেহ উদ্দিন আহমেদ, তৌহিদ, সাইফুল আলম, জালাল উদ্দিন মিজবাহ, বাঁশখালী পর্যটন শিল্প পরিষদের এডমিন মোঃ মুহিব উল্ল্যাহ, মোরশেদ এলাহি রিটন,আব্দু রহিম, ইঞ্জিনিয়ার শহিদ প্রবাসী শহিদুল ইসলাম জয়, মোঃ শাহেদ, মোঃ কাউয়ুম, মোঃ জামশেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে বাঁশখালীকে পর্যটন উপজেলা হিসেবে ঘোষণা ও সে লক্ষ্যে অবকাঠামো নির্মাণের দাবি জানান।