BanshkhaliTimes

বাঁশখালীকে পরিচ্ছন্ন উপজেলা ঘোষণার লক্ষ্যে কাজ করছে বিডি ক্লিন

BanshkhaliTimes

আদিল বিন আজাদ: বাঁশখালী উপজেলায় বিডি ক্লিনের উদ্যোগে গত ২২ শে জানুয়ারী ২০২১ ইং তারিখে বিকাল ৪ টায় ৯ম ইভেন্টের পরিচ্ছন্নতা কার্যক্রম বাণীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সম্পন্ন হয়েছে।

বাণীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিন বাঁশখালীর সদস্য আদিল বিন আজাদ। এতে আরো উপস্থিত ছিল বিডিক্লিন বাঁশখালীর আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক মামুনুর রশীদ, বিডিক্লিন বাঁশখালীর লজিস্টিক সমন্বয়ক মোহাম্মদ এহসান, লজিস্টিক মনিটর মোহাম্মদ ওয়াহিদ, বিডিক্লিন বাঁশখালীর সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দীন, সুরাইয়া আনভিন আনিকা, সাইদুল করিম চৌধুরী, রেজাউল করিম, তানভীর মাহফুজ এবং মাহমুদুল হাসান মাহিন।

বিডিক্লিন বাঁশখালীর আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক মামুনুর রশীদ বলেন, বিডিক্লিন বাঁশখালীর লক্ষ্য বাঁশখালী উপজেলাকে এইবছর অর্থাৎ ২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন উপজেলা ঘোষণা করা এবং পুরো বাংলাদেশকে পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা।

একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বিডিক্লিন টিম।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *