BanshkhaliTimes

বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন ঢাবির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

BanshkhaliTimes

জে.এইচ মামুন: ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসাব) এর ২০১৮-১৯ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
এর আগে ৮ই ফেব্রুয়ারি ২০১৯ আংশিক কমিটি অনুমোদিত হয়। এতে ফয়সাল মাহমুদকে সভাপতি ও রায়হান মাহবুবকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেয়া হয়েছিল। পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যগণ নিম্নরূপঃ-
সহ-সভাপতিঃ- মনিরুল ইসলাম, রিন্টু বড়ুয়া, গোলাম কিবরিয়া, পার্থ দত্ত, তালুকদার মুঃ ফোরকান উদ্দীন, ফারুক আজম।
যুগ্ম-সাধারণ সম্পাদক – নাজমুন নাহার হেনা, কামাল মিশকাত, মামুনুর রশীদ, আতিকুল আলম মিনার, এইচ এম সুরভ, সাংগঠনিক সম্পাদক – আনিকা শর্মিন্দা, মোঃ আতাউল হক, তারেকুল ইসলাম, জোবাইরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক – জান্নাতুল আদন শিমু,
অর্থ-সম্পাদক- আব্দুর রহমান, দপ্তর – এনামুল হক
প্রচার- মিনহাজুল আবেদীন, ক্রীড়া – মোঃ রিয়াদ, আপ্যায়ন – আইরিন জাহান, ছাত্রকল্যাণ – জিয়া উদ্দীন, ছাত্রীকল্যাণ – দিলুয়ারা আক্তার ভাবনা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *