মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালীতে ইটবোঝাই ডাম্পার ট্রাকের চাপায় মোঃ তারেকুল ইসলাম (৮) নামে এক শিশু শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (২ জুলাই) সকাল ১০.৩০ মিনিটের সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশু গাড়ীতে চাপা পড়ে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যান।
নিহত শিশু মো. তারেকুল ইসলাম একই ইউনিয়নের বাঁশখালা গ্রামের মেহের আলী বাপের বাড়ীর ৪ নং ওয়ার্ড মো. নাছির উদ্দিনের পুত্র । নিহত শিশু শিক্ষার্থী পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বাহারছড়ার ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কের কাজে নিয়োজিত ইট বোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে শিশু শিক্ষার্থীর মারা যায়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু জাফর মোঃ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারী বেড়িবাঁধের কাজে ব্যবহৃত ইটবোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় অসতর্কতাবশতভাবে শিশুটি নিহত হয়েছে। বিষয়টি নিয়ে আমি ঘটনা স্থলে আছি। স্থানীয় চেয়ারম্যান সাহেব ঘটনাস্থলে আসলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।