মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখীল মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজের দক্ষিণ পাশে মাস্টার নজির আহমদ মসজিদের সামনে মাগরিবের নামাজ পড়ে আজ রবিবার (১৫ এপ্রিল) মসজিদ থেকে বের হলে উপজেলা থেকে চকরিয়া টৈটংগামী অটোরিকশা সিএনজির সাথে ধাক্কা লেগে শেখেরখীল ৯ নং ওয়ার্ডের হাসির বাপের বাড়ির মৃত অলি মিয়ার পুত্র ছাবের আহমদ (৭৫) ঘটনাস্থলে প্রান হারায়। তবে স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে বাঁঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে বজল আহমদ জানান, প্রতিদিনের মত তার বাবা নাপোড়া বদ্দার ঘাটা মাস্টার নজির আহমদ মসজিদে নামায পড়ে বের হয়ে রাস্তায় উঠলে সাথে সাথে বাঁঁশখালী উপজেলা থেকে টৈটংগামী সিএনজির সাথে ধাক্কা লাগলে মাথার মারাত্মক আঘাত লাগে। পরবর্তীতে আমরা বাবাকে বাঁঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার ডা. সৌরভ রায় তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন বলেন, নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজের দক্ষিণ পার্শ্বে বদ্দারঘাটা এলাকার নতুন মাস্টার নজির আহমদ মসজিদে নামাজ পড়ে ছাবের আহমদ রাস্তা পারাপার হওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজির অটোটেক্সির সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত লাগে মৃত্য বরণ করেছে শুনেছি। পরবর্তীতে স্থানীয়রা গাড়ি ও ড্রাইভারকে আটকানোর কথা শুনেছি। আমি খবরা খবর নিচ্ছি। বিস্তারিত পরে বলা যাবে।