মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের পুরানঘাট এলাকার রাস্তার পাশে পড়ে থাকা সেই লাশ শাহ আলম (৪০) নামে এক ব্যক্তির। তিনি বেসরকারি একটি কোম্পানির গাড়ি চালাতেন। গত ২৬ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।
শাহ আলম কুমিল্লার দাউদকান্দি উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পরিবার নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদের বেপারিপাড়া এলাকায় থাকতেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। প্রথমে লাশটির পরিচয় পাওয়া না গেলেও চট্টগ্রাম থেকে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেছে। গত ২৬ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন।
এরআগে গত ২৬ অক্টোবর বাসা থেকে বের হয়ে গাড়ির মালিককে নিয়ে পটিয়া গিয়ে নিখোঁজ হন শাহ আলম। এরপর থেকে পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে কোতোয়ালী থানায় জিডি করেন।