‘বর্ষার আগেই শেষ হবে ছনুয়া বেড়িবাঁধের সংস্কার’

শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আগামী বর্ষা মৌসুমের আগেই অরক্ষিত ছনুয়া উপকূলীয় বেড়িবাঁধের সংস্কার কাজ সম্পন্ন করা হবে। গত সোমবার ছনুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সাংসদের বাসভবনে এক সৌজন্য স্বাক্ষাতকালে সাংসদ তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে বর্ষা মৌসুমে যাতে পানি প্রবেশ না করে সেজন্য মন্ত্রনালয় থেকে জরুরী বরাদ্দ চাওয়া হবে। সৌজন্যে স্বাক্ষাতকালে ছনুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ সাংসদের উদ্দেশ্যে বলেন, বাঁশখালীর মধ্যে ছনুয়া ইউনিয়ন হচ্ছে একটি অনুন্নত ও অবহেলিত এলাকা। প্রতিবছর বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করার ফলে এই ইউনিয়নের সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। তিনি আরও বলেন, বেড়িবাঁধের ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন। এসময় সাংসদ মোস্তাফিজুর রহমান সবাইকে আশ্বস্থ করে বলেন, ছনুয়ার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বেড়িবাঁধের সংস্কার কাজের জন্যও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

স্বাক্ষাতকালে উপস্থিত ছিলেন, ছনুয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান এম হারুনুর রশিদ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবছার উদ্দিন, ২নং ওয়ার্ডের মো. ইউনুছ, ৩নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডের রেজাউল করিম, ৫নং ওয়ার্ডের আবদুল ওয়াসেক, ৬নং ওয়ার্ডের আবদুল কাদের, ৭নং ওয়ার্ডের হেফাজতুল করিম, ৮নং ওয়ার্ডের জসিমউদ্দিন, ৯নং ওয়ার্ডের মো. আবু তাহের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের খোরশিদা আকতার, তৌহিদা পারভীন ও সাহেদা বেগম। আলোচনা শেষে ইউপি চেয়ারম্যান এম হারুনুর রশিদের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে সাংসদ মোস্তাফিজুর রহমানকে বরণ করে সকল ইউপি সদস্যবৃন্দ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *