মুহাম্মদ মিজান বিন তাহের (বাঁশখালী টাইমস): বাঁশখালী উপজেলা আওয়ামী ওলামালীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বুধবার (৩১ মে) সন্ধ্যায় পৌরসদরের গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা আওয়ামী ওলামালীগের সাধারন সম্পাদক মাওলানা দিদারুল আলমের সঞ্চালনায় ও উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাইফুদ্দীন আহমদ রবি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াছিন, আওয়ামীলীগ নেতা লায়ন মোঃ আমিরুল হক ইমরুল কায়েশ, পৌরসভা যু্বলীগের আহবায়ক মুহাম্মদ হামিদ উল্লাহ, কাউন্সিলর আজগর হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দীন, পৌরসভা ওলামা লীগের আহবায়ক কাজী সাহাব উদ্দিন, মাওলানা হেলাল, মাওলানা মইনুল ইসলাম ফরহাদ, মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা মনির উল্লাহ, মাওলানা ছাবের, মাওলানা হারুনু রশীদ প্রমুখ। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ইসলামের খেদমত করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। মাদরাসা শিক্ষাকে গুরুত্ব দিয়ে শেখ হাসিনা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মান হচ্ছে। সরকার কওমী মাদরাসার ১ হাজার ও আলীয়া মাদরাসার ১ হাজার শিক্ষার্থীকে চাকুরী দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআন তেলোওয়াত ছাড়া বাসা থেকে বের হন না। তাছাড়া হাফেজ আলেমদের স্বার্থ সংরক্ষণে প্রধান মন্ত্রী সর্বদা সচেষ্ট। তিনিই একমাত্র প্রধান মন্ত্রী যার সরকার আমলে মসজিদ মাদ্রাসা সংরক্ষণে প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন।রমজান মাস ইবাদতের মাস, তাই আমরা সকলে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এ মাস ইবাদতের মাধ্যমে শেষ করব।মাহে রমজানের ক্বদরদানী করতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। তিনি আরো বলেন, মা-বাবার হক আদায় করতে হবে। আত্মিয়তা বজায় রাখতে হবে।নামাজ পড়তে হবে,হক্ব বিচার করতে হবে।
