বর্তমান সরকারের আমলে সকল সম্প্রদায় নিরাপদে আছে : এমপি মোস্তাফিজ

মিজান বিন তাহের: বাঁশখালী সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের কঠিন চীবর দান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদসদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থের, বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ও শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাস্থবির মহোদয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাহারঘোনা মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ মৈত্রীজিৎ স্থবির ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ধর্মপাল স্থবির, এডভোকেট আশীষ বরন বড়ুয়া, শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, নুর মোহাম্মদ আজাদ, মিলন বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, পুলিন বড়ুয়া প্রমুখ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদসদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের নাগরিকদের সমান নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। এ সরকারের আমলে সকল সম্প্রদায়ের লোক শান্তিপূর্ণভাবে নিরাপদে বসবাস করছে। তাই বর্তমানে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *