দেওয়ারবাজারস্থ সানরাইজ কে. জি এন্ড হাই স্কুলে “বর্ণ” কর্তৃক আয়োজিত “ঈদ বস্ত্র প্রদান ও ইফতার মাহফিল” অনুষ্ঠানে গতকাল ১২ জুন ১৮ ইং ৩য় বারের মত ৫০ জন গরীব, দুস্থ ও এতিম বাচ্চাকে ঈদ বস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা তানভীর মোহাম্মদ হায়দার আরিফ(সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। “বর্ণ” -এর প্রতিটি সদস্যের যথাযথ তত্ত্বাবধান ও উপযুক্ত দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি ফুটিয়ে তোলা হয়। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “হাত হাত রেখে এগিয়ে চলার নাম বর্ণ”।
অনুষ্ঠানটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে “গ্রীন সোসাইটি বাংলাদেশ” ও আরও অনেক ব্যক্তি সংশ্লিষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। “বর্ণ” পরিবার বিশ্বাস করে এ ধরনের অনুষ্ঠানে আগামীতেও সকলের সহযোগীতা অব্যাহত থাকবে
অনুষ্ঠানের শুরুতে ছোট্ট বাচ্চাদের নিয়ে আয়োজন করা হয় হামদ্ নাত, গজল ও কেরাত প্রতিযোগীতা। যথাযথ উৎফুল্লের সাথে তারা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। তারপর তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরিশেষে শান্তিপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি