BanshkhaliTimes

বরুমচড়ায় উত্তরণ’র উদ্যোগে টিকা নিবন্ধনে ব্যাপক সাড়া

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাঁশখালীর দক্ষিণ বরুমচড়া গ্রামের একটি সামাজিক সংগঠন ‘উত্তরণ’। গ্রামের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে উত্তরণের তরুণরা। বর্তমান সময়ে করোনা ভ্যাকসিন গ্রহণ অতীব জরুরি। কিন্তু এই বিষয়ে গ্রামে কোন সাড়া নেই।
তাই উত্তরণের তরুণরা দুইদিন ব্যাপী “করোনার ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন এবং মাস্ক বিতরণ” কর্মসূচির উদ্যোগ নিয়েছে। কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল করিম সুজন।

গত দুইদিনে এই কর্মসূচির অধীনে প্রায় ৫০০ জনের নিবন্ধন সম্পন্ন হয়। যা আয়োজকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। নিবন্ধনের দায়িত্বে থাকা রিদোয়ান আমিন বলেন, ” আমরা দুইদিনে মোটামুটি ৫০ জনকে রেজিষ্ট্রেশন করাতে পারলে আমাদের কর্মসূচি সফল মনে করবো বলে ধরে নিয়েছি।সেখানে প্রায় ৫০০ রেজিষ্ট্রেশন! সত্যি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এলাকাবাসীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ও এই ধরণের প্রোগ্রাম অব্যাহত রাখবো।”

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *