বরফে ঢেকেছে সাহারা মরুভূমি!

সাহারা মরুভুমি ঢেকে গেল বরফে!
ফের ‘শিহরণ’ সাহারায়। আবহাওয়ার খামখেয়ালিপনায় রবিবার তুষারপাত হল মরু সাহারায়।
তুষারঝড়ে একদিনেই ১৬ ইঞ্চি বরফের আস্তরণ তৈরি হল মরুভূমিতে।
গত ৩৭ বছরে এই নিয়ে তৃতীয় বার সাহারা মরুভূমিতে বরফ পড়ল। সাহারা মরুভূমিতে আলজেরিয়ার এইন সেফরা শহর ঢেকে যায় বরফের পুরু চাদরে। লাল বালির সমুদ্র হঠাৎ সাদা চাদর।
এইন সেফরার এক বাসিন্দার কথায়, ‘সকালে উঠে আমাদের চোখ কপালে। দেখি চারিদিকে সাদা বরফের পরত। রাস্তা পিচ্ছিল ও বরফাচ্ছন্ন হওয়ায় যাত্রীবোঝাই বাসগুলি দাঁড়িয়ে গিয়েছে। রবিবার সারাদিন এই বরফের চাদর ছিল। বিকেল ৫টা থেকে গলতে শুরু করে।

গত বছর জানুয়ারিতেও তুষারপাত হয়েছিল সাহারা মরুভূমিতে। বাচ্চারা স্নোম্যানও তৈরি করায় মেতেছিল। তার আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি বরফ পড়েছিল এইন সেফরায়।
সাহারা মরুভূমির এইন সেফরা শহরটি অ্যাটলাস পর্বতমালায় ঘেরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ২৮০ ফুট উপরে হলেও বরফ পড়ে না কখনোই। জানুয়ারিতে তাপমাত্রা ৬ থেকে ১২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *