
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ছনুয়া ৯ নং ওয়ার্ডের খুদুকখালী এলাকায় অভিযান পরিচালনা করার সময় জলদস্যুদের সাথে গুলিবিনিময় হয় র্যাবের।
এ সময় গুলিবিদ্ধ হয়ে ছনুয়া ৯ নং ওয়ার্ডের চেমটখালী এলাকার নুরুল আলমের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৩২) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ঘটনাস্থল হতে ১টি বিদেশী রিভলভার, ৪ টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
বাঁশখালী থানা পুলিশের এস আই আতিকুল ইসলাম জানান,খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ দিকে র্যাব-৭ চট্টগ্রামের দায়িত্বরত কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত ৫ টার দিকে জলদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষন করলে র্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি করা হয়। এ সময় এক জলদস্যু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।