বঙ্গমাতা ফুটবলে চট্টগ্রাম বিভাগে সেরা বাঁশখালীর মেয়েরা
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলের চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালীর ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার (০৬ ডিসেম্বর) বেলা দুইটায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ।
এতে এই স্কুলের মেয়েরা ৩-১ গোলে হারিয়েছে কুমিল্লা জেলা চ্যাম্পিয়ন উত্তর বিজয়কড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। এবার তারা জাতীয় পর্যায়ে অংশ নেবে। টুর্নামেন্ট সূত্র জানায়, টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট সেরা হয়েছে শিফু আক্তার। এছাড়া সেরা গোলদাতা হয়েছে তানিয়া সুলতানা ও ফাইনালে ম্যাচসেরা নির্বাচিত হয়েছে আকলিমা সুলতানা। তারা সবাই চ্যাম্পিয়ন দলের সদস্য। টুর্নামেন্টে সেরা হওয়া শিফু আক্তারের বাবা আবদুর রশীদ মেয়ের সাফল্যে আবেগাপ্লুত। তিনি সাংবাদিকদের বলেন, ‘সুযোগ হলে আমার মেয়েকে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা আছে। দেখি কি হয়।’
সুত্র: বাংলা নিউজ