বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের ৭দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে মুক্তিযোদ্ধা পৌরমেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু জাতির ঋণ শোধ করে গেছেন।
প্রধান বক্তা ছিলেন সাংবাদিক কামরুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক এডভোকেট মুজিবুল হক, শিক্ষা সংগঠক রাহবার আনোয়ার, জেলা পরিষদ সদস্যা শাহিদা আক্তার, মো. এরশাদ, আদিত্ব, নাবিল করিম, মিজান, সুমন, মামুন, সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, কালীপুর ইউপি চেয়ারম্যান এড. শাহাদত আলম।
এছাড়া মেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য ও মহাসচিব খোরশেদ আলম উপস্থিত ছিলেন।