স্টেডিয়াম থেকে মো. রিয়াদুল ইসলাম: চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় কর্ণফুলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম বাঁশখালী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাঁশখালী-কর্ণফুলী টিমের মধ্যে জেলা পর্যায়ে বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় বাঁশখালী টিম, কর্ণফুলীকে (৪-১) গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। খেলায় দলের পক্ষে হ্যাট্রিক করেন খেলোয়াড় রানা (জার্সি নং- ৯) অন্য গোলটি করেন মহিউদ্দীন (জার্সি নং-১৩)। দুর্দান্ত ফাইনাল খেলা টানটান উত্তেজনাপূর্ণ ছিল।
ফাইনাল খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
বাঁশখালী টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলি ও বাঁশখালী চেয়ারম্যান সমিতির সকল সদস্য সহ বাঁশখালীর সর্বস্তরের ক্রীড়াপ্রেমি দর্শক ও স্থানীয় প্রশাসন।