BanshkhaliTimes

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বৈলছড়ী চ্যাম্পিয়ন

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় বাঁশখালী বৈলছড়ি একাদশ ১-০ গোলে পুইঁছুড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী
আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার এর সভাপতিত্বে ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হয়।খেলা শেষে বৈলছড়ি একাদশের আরাফাতকে ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সেরা গোল দাতা পুইঁছুড়ি একাদশের রায়হান কে সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিনেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আরিফুল হক মৃদুল,কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম,বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,
বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইফুদ্দীন আহমেদ রবি,বৈলছড়ি ইউপির চেয়ারম্যান কফিল উদ্দীন,মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আবুল হাশেম মানিক, সরল ইউপির চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,
পুঁইছুড়ি ইউপির চেয়ারম্যান সোলতানুল গনী চৌধুরী লেদু মিয়ার সুযোগ্য পুত্র মোঃ ইয়াছিন আরাফাত,বাঁশখালী আদর্শ
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া,উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক জাফর ইকবাল, কাউন্সিলর আব্দুর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *