দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ইলশা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।এ সময় বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাক আহমদ ও প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশের হাতে খেলোয়াড়দের পরিচর্চার জন্যে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
বিভাগীয় পর্যায়ে খেলোয়াড়দের নতুন জার্সি দেয়ার ঘোষণা দিয়ে শিল্পপতি মুজিবুর রহমান বলেন, ‘বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইলশা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশখালীকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাঁশখালী যে খেলাধূলায় অনেক এগিয়েছে তারই প্রমাণ দিয়েছে ছোট সোনামনিরা। আগামীতে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নরা জাতীয় পর্যায়ে খেলবে বলেও আশা ব্যক্ত করেন তিনি’।
#এডমিন পোস
#খবর দৈনিক পূর্বদেশ