বাঁশখালী টাইমস- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখেরখীল ইউনিয়ন পরিষদ একাদশ। আজ শনিবার (২৯ মে) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে বৈলছড়ি ইউনিয়ন পরিষদ একাদশকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখেরখীল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সারাদেশের মতো বাঁশখালীতেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)। বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।