রাসেল চৌধুরী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমবারের মতো বঙ্গবন্ধু উপাধি দেয়া বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামের কৃতি সন্তান রেজাউল হক চৌধুরী মুশতাকের আজ জন্মদিন।
ষাট দশকে ঢাকা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বা অন্যান্য পদে যারা নির্বাচিত হতেন তাদের যোগ্যতার নিক্তিতে তুলে হাজারবার মাপা হতো। ভালো ছাত্রতো অবশ্যই হতে হতো। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগ ও পরে ঢাকা মহানগর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক হয়েছিলেন সেই নিক্তির ওজনে। বঙ্গবন্ধু তনয় শেখ কামাল তাঁর সহপাঠি ছিলেন। তখন বঙ্গবন্ধুকে তাঁর নেতৃত্বগুণে অনেকে অনেক অভিধায় অভিষিক্ত করেছিলেন। কিন্তু ঢাকা কলেজ থেকে প্রকাশিত ” সারথী” নামক ম্যাগাজিনে তিনিই প্রথম শেখ মুজিবের নামের পাশে “বঙ্গবন্ধু” লেখেন। পরবর্তীকালে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স এর ঐতিহাসিক জনসভায় তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবকে জনসমক্ষে তাঁর দেয়া “বঙ্গবন্ধু” উপাধি ঘোষণা করেন। চট্টগ্রামের আনোয়ারায় তাঁর বাড়ি। সম্ভ্রান্ত ও সম্পদশালী পরিবারের সন্তান। সব মোহ ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি।