- বিটি ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আত্মার মাগফেরাত কামনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছান।
আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুণ:নির্বাচিত হওয়ার পর পৈতৃক বাড়িতে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এ সময় আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরাও তাঁর সঙ্গে থাকবেন।
আজ সকালে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে প্রধানমন্ত্রী সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যান এবং ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। পরে সেখানে ফাতেহা পাঠ ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় টুঙ্গিপাড়ায় দলের উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।