শেখ মুজিব
সৈয়দ আহমেদ হাবিব
দেশের কথা ভাবলে আগে
যার কথাটা আসে
“শেখ মুজিব” একটি নাম
মন গহিণে ভাসে।
সহজ ছিলে, সরল ছিলে
কঠিন ছিলে আরো
“দাবাইয়া রাখতে পারবানা,”
তুমিই বলতে পারো।
যায়নি রাখা দাবিয়ে আর
যুদ্ধ হলো শেষে
স্বাধীনতার সূর্য ঠিকই
উঠলো বাংলাদেশে।
সবুজের মাঝে আসলো লাল
আসলো আলোর দিন
এই বাংলার শোধ হবেনা
তোমার অসীম ঋণ।
@ব্লগার ও ছড়াকার