BanshkhaliTimes

বইমেলায় বাঁশখালীর সন্তান চ্যানেল আই’র রিপোর্টার মাশরুর শাকিলের প্রথম বই

বাঁশখালীর কৃতি সন্তান চ্যানেল আই’র রিপোর্টার  মাশরুর শাকিলের প্রথম বই এসেছে বইমেলায়। নাম ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’।

মাশরুর এলাহী। ডাক নাম: শাকিল। বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায়। বাবা জাকের আহমদ, মা জান্নাতুন নাইম। ১৯৯৯ সালে এসএসসি পাস করেছেন চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে। পরে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি। স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এম.ফিল. করছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সাংবাদিকতায় । ছিলেন দেশের প্রথম রেডিও টুডে-এর রিপোর্টার। ১১ বছর ধরে আছেন চ্যানেল আই-এ। বর্তমানে সিনিয়র রিপোর্টার। কমনওয়েলথ ফেলো হিসেবে পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার-এ। পড়াশোনর আগ্রহ থেকে বন্ধু অ্যাডভোকেট আরিফ খানের সাথে প্রতিষ্ঠা করেছেন ‘রিডিং ক্লাব ট্রাস্ট’। তাঁর প্রথম বই ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’।

বইটিতে উঠে এসেছে অস্থির এক সময়ের কথা। সেখানে একদিকে আচারের আধিক্যে হারিয়ে যাচ্ছে ধর্ম আবার প্রাতিষ্ঠানিক ক্ষয়ে নড়বড়ে হয়ে যাচ্ছে রাষ্ট্র। বিভিন্ন স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশকে জনগণের রাষ্ট্র থেকে ‘লিমিটেড কোম্পানি’তে রূপান্তর করেছে। সেসব গল্পই উঠে এসেছে বইটির বিভিন্ন পাতায়।

বইটির অধিকাংশ রচনার বিষয় বাংলাদেশ ও এর নানামাত্রিক বাস্তবতা। প্রকাশিত বইটির লেখাগুলো কলামধর্মী হলেও কলাম থেকে কিছুটা ভিন্ন আঙ্গিকে লেখার চেষ্টা করেছেন লেখক। যেন কলামের থেকে লেখার আয়ু খানিকটা দীর্ঘ হয়।

যেহেতু লেখাগুলোর অধিকাংশই পত্রিকায় প্রকাশিত তাই যেন দিনশেষে হারিয়ে না যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছেন লেখক। সাম্যবাদী ডেঙ্গু, শরীরবিচ্ছিন্ন আধুনিক মানুষ, বাঙালির কোরবানি: ভোগের দৃশ্যায়নে ত্যাগের উদযাপন, শীর্ষেন্দুর আলাপ: ‘বাংলা সাহিত্যের পাঠক বাংলাদেশে।’ শিরোনামের লেখাগুলোতেও ভিন্নতার স্বাদ পাবেন পাঠক।

বিভিন্ন সময়ে নানান সমস্যার সূত্র ধরে লেখক তার কলমে প্রাতিষ্ঠানিক দুর্বলতার চিত্র তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। সেসব কলামের দেখাই মিলবে বাংলাদেশ স্বপ্ন দেখে বইটিতে।

লেখকের মতে ২০ বা ২০০ বছর পরেও যদি কেউ সময়কে ফিরে পেতে চান তাহলে এই রচনায় তার বহু উপাদান পাবেন।

বইটি বের হয়েছে প্রকৃতি প্রকাশনী থেকে। বইটির গায়ের মূল্য-২০০ টাকা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *