ফ্রেন্ডশীপ সোসাইটির মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী ( Banshkhali ) পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় এ+,এ গ্রেড প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা গত ৩০ জুন স্থানীয় গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি জিয়াউল হাছান হোসাইনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউ.এস.টিসির সম্মানিত ভিসি প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্মজেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান- সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান হার্ট ফাউন্ডেশন ও রিচার্স সেন্টার ফেনী, আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী- সাবেক মেয়র বাঁশখালী ( Banshkhali ) পৌরসভা ও প্রধান পৃষ্টপোষক ফ্রেন্ডশীপ সোসাইটি, জলদী হোসাইনিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আজিজুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি মুজাহিদ ও সাধারণ সম্পাদক জাহাংগীর আলমের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপ সোসাইটির উপদেষ্টা আতিকুর রহমান ফারুকী, মৌলানা হামেদ, শাহাদত হোসাইন আজগর, মোস্তাক আহমেদ, শহিদুল হক চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মোঃ শোয়াইব, জাবেদুল কাদের সুমন, সহ সভাপতি আতিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুর রহমান,আজিম উদ্দিন, মোঃ রিদওয়ান,রিফাদুল ইসলাম রুবেল,সাংগঠনিক সম্পাদক আশেকুল ইসলাম ও হানিফ, আজিজ,এনামুল হক হারুন, নুরুল আব্বাস, নাজিম উদ্দিন,শোয়াইব বাহাদুর, আকতার, জহির, হারুন, শুক্কুর, ফারুক, রিফাজ, মিছবাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে “আলোকবর্তিকা” ম্যাগাজিন উম্মোচনের মধ্য দিয়ে এ+ ও এ গ্রেড প্রাপ্তদের ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়, কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য প্রতিষ্ঠনকেও ক্রেস্ট প্রদান করে সংগঠনটি।

প্রতিষ্ঠানের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন জলদী হোসইনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক(গণিত) আলী আশরাফ, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার পক্ষে গভঃ সদস্য শাহাদত হোসাইন আজগর, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ( Banshkhali Adorsho High School ) শিক্ষক মিল্টন দেব, বালিকা উচ্চ বিদ্যলয়ের শিক্ষক সরওয়ারুল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)

Spread the love

1 thought on “ফ্রেন্ডশীপ সোসাইটির মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *