BanshkhaliTimes

ফেসবুক গ্রুপ খুলে ২৪০০ পরিবারকে ত্রাণ দিল তারা

BanshkhaliTimes
ত্রাণ কার্যক্রমে অংশ নেয়া তরুণ

আবু ওবাইদা আরাফাত: ‘প্রথমে উদ্দেশ্য ছিল পরিচিত কিংবা কাছের আত্মীয়স্বজনদের সহায়তায় ফান্ড তৈরি করে করোনায় কর্মহীন অসহায়দের পাশে থাকা। কিন্তু ধীরে ধীরে আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায় মানুষের ভালোবাসা। পরিচিতের বাইরেও অনেক অচেনা মুখও আমাদের কার্যক্রমে সহায়তার হাত বাড়ান। সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা ২৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ’ এ প্রতিবেদককে কথাগুলো বলছিলেন ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চট্টগ্রাম কোভিড ১৯ ক্রাইসিস রিলিফ’ এর অন্যতম উদ্যোক্তা মেধাবী তরুণ ইশমাম উদ্দিন আহমেদ।

BanshkhaliTimes
বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও বরুমছড়া এলাকায় ৩১ মার্চে ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। ইতোপূর্বে তাদের উদ্যোগে আনোয়ারা, পতেঙ্গা, স্টেশন রোড, রাউজান, বহদ্দারহাট ও আতুরার ডিপো এলাকায় সর্বমোট ২৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

উক্ত কার্যক্রমে আরও ওতপ্রোতভাবে জড়িত থাকা তরুণরা হলেন- নাওশাদ, ফাহিম, তানভীর, রাকিব, ইকরাম, সাফাত, শাওন, নাদির প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *