ফেসবুকে উন্নয়ন কাজের চাহিদা চাইলেন চেয়ারম্যান আক্তার

BanshkhaliTimes

পুকুরিয়া প্রতিনিধি: ফেসবুকে এলাকার প্রত্যাশিত উন্নয়ন কাজের চাহিদা চেয়ে পোস্ট দিয়েছেন পুকুরিয়ার চেয়ারম্যান আক্তার হোছাইন। এলাকাবাসীর উদ্দেশ্যে এ পোস্টে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। মন্তব্যে পুকুরিয়ার জরুরী কিছু রাস্তার মেরামতসহ ২০টির মতো রাস্তার চাহিদা দেখা গেছে। চা বাগান সড়কের সংস্কার চাহিদাও উঠে এসেছে।

এভাবে সামাজিক মাধ্যমে চাহিদা চাওয়াকে সাধুবাদ জানিয়ে অনুকরণীয় উদ্যোগ হিসেবে দেখছেন এলাকাবাসীসহ অন্যান্য ইউনিয়নের নাগরিকরা।

উল্লেখ্য, সরকারের প্রত্যক্ষ সহযোগীতায়, স্থানীয় চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্ঠায় পুকুরিয়ার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে।
বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোছাইন বলেন, ‘ এলজিএসপি’র বরাদ্দ দিয়ে ইতোমধ্যে ২২টি রাস্তা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকেও বেশ কয়েকটি রাস্তার বাজেট পেয়েছি’।

সম্প্রতি চৌধুরী পাড়া সড়ক ও মুন্সী পাড়া সড়কের কাজ শুরু হয়েছে। ৩০৫ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের সড়ক দু’টির বাজেট ৩ লক্ষ টাকা। তাছাড়া জেলা পরিষদের প্রশাসকের মাধ্যমে আরও দুইটি সড়কের টেন্ডার প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। এগুলোর মধ্যে রয়েছে ৫ লক্ষ টাকা বাজেটের শাহ মজিদিয়া সড়ক ও ৪ লক্ষ টাকা বাজেটের নতুন পাড়া সড়ক। এর বাইরেও বাজার ফান্ড থেকে ১টা ও উপজেলা উন্নয়ন তহবিল থেকে ১টা রাস্তা করা হয়েছে বলে জানান বর্তমান চেয়ারম্যান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *