বাঁশখালী টাইমস: টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ৪৩তম বাঁশখালী আন্তঃ স্কুল-মাদরাসা টুর্নামেন্টের ফাইনালে বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় ৫-৩ গোলে বিজয়ী হয়েছে।
আজকের ফাইনাল খেলার হাফটাইম পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়। গোলটি করেছে ১০ নম্বর জার্সি পরিহিত জাহেদ। দ্বিতীয়ার্ধে চাম্বল স্কুল একটি গোল করে খেলায় ১-১-এ সমতা আনে। খেলার শেষ পর্যন্ত দুইপক্ষই কারো জালে আর বল ঢোকাতে পারেননি।
সর্বশেষ রেফারির সিদ্ধান্তে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে এসে বৈলছড়ি স্কুল ৫-৩ গোলে এগিয়ে গিয়ে মৌসুমের শিরোপা অর্জন করতে সক্ষম হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইশতিয়াক।
এতে আরও উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব বড়ুয়া, ইউপি সদস্য জামাল উদ্দীন, ইউপি সদস্য রমিজ উদ্দীন, ছাত্রনেতা ফরহাদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আজ বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচ বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে “চাম্বল উচ্চ বিদ্যালয় বনাম বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের” ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্তি টেনেছে।