অবহেলিত প্রহর
ফারহান নাছির নির্ণয়
ভালোবাসার উষ্ণ প্রহর গুলো ছুটে গিয়েছিল
তোমার পায়ে, অনেকটা তড়িঘড়ি করে।
বিন্দুমাত্র কালহরণ না করেই।
তুমি পায়ে ঠেলে দিলে,
প্রদোষকালের রক্তিম সূর্যাস্ত দেখবে বলে।
তোমার সেই সূর্যাস্ত অবলোকনের সময়
একটি মানব মর্মও রক্তস্নাত হয়েছে।
দেখেছো কি কখনো রূধির হৃৎ নাহন?
না দেখে থাকলে, একটিবার দেখে যাও।
অসংশয়ে বলতে পারি,
তোমার অন্তরাত্মা প্রকম্পিত হবে।
হয়তো তাতে তোমার অকরুণ অন্তঃকরণে জল নামবেনা।
তাতে কী?
তোমার স্নিগ্ধ কনীনিকা নীরসিক্ত হবে অসন্দিগ্ধ।
তাতেই মোর চিত্তে প্রবাহিণীর শান্ত স্রোত বইবে।
তুমি কি করে জানবে নয়নজলের মূল্য?
বৃষ্টি ফোটার চেয়ে বিমল,
বার্মোডা ট্রাইঙ্গেল অপেক্ষা নিগূঢ়।
অবহেলিত প্রহর – ফারহান নাছির নির্ণয়
আরো পড়ুন – ‘ভাইয়ের হাতে ভাই খুন’ মানবতার বিপর্যয়!