বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ‘শিক্ষা বিষয়ক সম্পাদক’ পদে নির্বাচিত হওয়ায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা বাঁশখালীর কৃতি সন্তান মোঃ ফরিদুল আলমকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে গতকাল ১৬ এপ্রিল ২০১৮ ইং চট্টগ্রাম নন্দনকাননস্থ বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবুল মনছুর মোহাম্মদ মাঈনুদ্দিন, চান্দগাঁও শাখার সভাপতি আলাউদ্দিন বাবু, উপদেষ্টা সাইফুদ্দিন খালেদ সাইফু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন জনি, আনোয়ারা থানা আওয়ামীলীগ নেতা আশিস দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০১৮ ইং তারিখে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। তাঁর দক্ষতা ও গতিশীলতা সংগঠননকে এগিয়ে নেয়ায় এ পদে নির্বাচিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে উক্ত চিঠিতে।
মো: ফরিদুল আলমের বাড়ি বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে। তিনি চট্টগ্রাম সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ বাঁশখালী সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথেও যুক্ত আছেন।
প্রেস বিজ্ঞপ্তি