প্রেসের স্টিকারযুক্ত বাইক ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকরা নির্বাচন কমিশনের স্টিকার লাগিয়ে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

BanshkhaliTimes

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচনি দায়িত্ব পালনের জন্য এরই মধ্যে সাংবাদিকদের কার্ড ও স্টিকার দেওয়া হয়েছে। তাদের নিজস্ব মোটরসাইকেল কিংবা যানবাহনে সাংবাদিকরা স্টিকার লাগিয়ে ভোটের দিন খবর সংগ্রহ করতে কেন্দ্রে কেন্দ্রে যেতে পারবেন।’

গত ২১ ডিসেম্বর সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। এতে সাংবাদিকরা যেন মোটরসাইকেল ব্যবহার করে সংবাদ সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

নীতিমালায় বলা হয়, ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছবি তোলা, ভিডিও করা ও তথ্য সংগ্রহ করতে পারার কথা বলা আছে। তবে একসঙ্গে একাধিক সাংবাদিক একই ভোটকেন্দ্রের একই ভোটকক্ষে একসঙ্গে প্রবেশ করতে পারবেন না। এমনকি ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসির প্রচার করা যাবে না।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *