BanshkhaliTimes

প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল

BanshkhaliTimes

বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৩০ মে শনিবার বাদে আসর পৌরনগরীর রওজাতুল জান্নাত ইসলামীক কমপ্লেক্স মিলনায়তনে খতমে কোরআন ও দোয়া মাহফিল পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম তৈয়্যবের সঞ্চালনায় সারা বিশ্বে চলমান সংকট নিরসন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতীর কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী বড় মাদরাসার সাবেক মুহতামিম যুগের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা নুরুল হক সুজিস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আদিল উদ্দিন চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক আলা উদ্দিন, আলাওল কলেজ ছাত্রদল নেতা মোরশেদ হাসান, সাবেক দপ্তর সম্পাদক সাহাদত হোসেন রিপন, পৌরসভা ছাত্রদল নেতা তারেক, রাশেদ, দিল মুহাম্মদ, পারভেজ, জমির, সৈকত, শামীম, রাসেল, মাওলানা হাফেজ জাকের, মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ আলী হোসেন, মাওলানা আবদুল্লাহ ও মাওলানা মেশকাত প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *