বাঁশখালী টাইমস: বাঁশখালীভিত্তিক ম্যাগাজিন প্রিয় বাঁশখালীর বন্ধু সম্মিলন আজ চট্টগ্রাম জামালখানস্থ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন দৈনিক পূর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর জামাল উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজী নূর মোহাম্মদ, বিশিষ্ট সংস্কৃতি কর্মি ও প্রাবন্ধিক কাজী সাইফুল হক।
আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক রফিক আহমদ কুতুবী, কবি কমরুদ্দিন আহমদ প্রমুখ।
উদ্বোধকের বক্তব্যে মুজিবুর রহমান সিআইপি বলেন- ‘ইতিবাচক বাঁশখালী গড়ে তুলার জন্য তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। বাঁশখালীর উন্নয়নে একযোগে কাজ করলে বাঁশখালী মডেল উপজেলা হিসেবে পরিচিতি পাবে’।
প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর জামাল উদ্দীন চৌধুরী বর্তমানে বিভিন্ন চাকরীর ক্ষেত্রে বিদ্যমান কোটা প্রথাকে একেবারে তুলে দেওয়ার পক্ষ মত দিয়ে বলেন”এ কোটার কারণে বাংলাদেশে যোগ্য, মেধাবীরা কর্মক্ষেত্রে তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তুলনামূলক ভাবে কম মেধাবীরা কোটার সুযোগকে কাজে লাগিয়ে পদগুলো দখল করে নিচ্ছে ফলে প্রশাসনিক কাজের মান নিম্নমুখী হচ্ছে এবং শিক্ষিত মেধাবী তরুণরা হতাশায় নিমজ্জিত বেকার জীবন কাটাচ্ছে। তিনি তরুণদের বেশি করে পড়তে এবং অর্জিত জ্ঞানকে বাস্তবজীবনে প্রয়োগ করতে উৎসাহিত করেন। তাদেরকে আগামীর বাঁশখালীর নায়ক হিসেবে সম্যক ভুমিকা পালনের আহ্বান জানান।