প্রিয় বাঁশখালীর ঈদ সম্মিলন ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা: বাঁশখালী ( Banshkhali ) ভিত্তিক প্রকাশনা ‘প্রিয় বাঁশখালী’র ঈদ সম্মিলন ও পাঠক সমাবেশ গত ২৭ জুন মঙ্গলবার বিকেল ৩টায় মধ্যম মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ নাছির উদ্দীন। বিশেষ অতিথি জামাল উদ্দীন, এনামুল হক, দৈনিক ডেসটিনির বাঁশখালী ( Banshkhali ) প্রতিনিধি শিব্বির আহমেদ রানা। আরো বক্তব্য রাখেন আব্দুর রহিম, মাহমুদুল ইসলাম রাহাত, মোজাফফরুল ইসলাম ছোটন, রায়হান সোবহান, আরিফুল ইসলাম তায়েফ। প্রিয় বাঁশখালী ( Banshkhali ) সম্পাদক কাজী শাহরিয়ারের সঞ্চালনায় সম্পাদনা পর্ষদের পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক এস এম জসিম উদ্দীন, সম্পাদনা সহযোগী গাজী কাইছার বিপ্লব, বোরহান উদ্দীন। প্রানবন্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন পাঠক ফোরামের সদস্য মোরশেদুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রিয় বাঁশখালীর আত্মপ্রকাশ। বাংলাদেশের ভূখন্ডে সমৃদ্ধ বাঁশখালীর ইতিহাস ঐতিহ্যের চিত্রকে তুলে ধরার জন্য প্রিয় বাঁশখালীর পথচলা। এ লক্ষ্যে নতুন প্রজন্মের কাছে বাঁশখালীকে জানান দিতে প্রিয় বাঁশখালী ইতিহাসের দর্পন হিসেবে কাজ করে যাবেন এমনটি মন্তব্য করেন বক্তারা।

এতে পাঠক ফোরামের সদস্যদের মধ্যে টেলেন্ট সার্চ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন জালাল উদ্দীন মিসবাহ, দ্বিতীয় শাহাব উদ্দীন তালুকদার, যৌথভাবে তৃতীয় সাখাওয়াত হোসেন আসিফ ও শেফায়েত হোসেন রাকিব।

অনুষ্ঠান শেষে প্রিয় বাঁশখালী পাঠক ফোরামের পক্ষে ঈদ উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় বাঁশখালী ( Banshkhali ) ত্রি স্টার ফুটবল একাডেমী, শীলকূপ ছাত্র ঐক্য ইউনিয়ন, শীলকূপ বয়েজ ক্লাব, গন্ডামারা হাদির পাড়া সামাজিক উন্নয়ন পরিষদকে। প্রিয় বাঁশখালী’র সমৃদ্ধ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলেমেদ্বীন হাফেজ আব্দুল করিম।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *