চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন প্রিয় চট্টগ্রাম তাদের ২০২১-২২ সেবাবর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেছে।
কর আইনজীবী ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী সদস্য মোঃ আলী হায়দারকে সভাপতি ও আহসানুল ইসলাম শিকদার’কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মেহেবুব আলী এবং স্থায়ী পরিষদের সদস্য লায়ন সৈয়দ মাহফুজুর রহমান।
কমিটিতে জ্যেষ্ঠ সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব রক্ষক (প্রেস) ও তরুণ সংগঠক নাফিজ মিনহাজ, সহ সভাপতি খুবাইবুর রহমান আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এসকান্দর নবী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক সাজেদুল শরীফ, প্রচার সম্পাদক মঈনুল হোসেন, দপ্তর সম্পাদক শাহরিয়ার সাকিব প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি