দেশের স্বনামধন্য বেসরকারি ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব চলছে। এর অংশ হিসেবে আজ ২৭ অক্টোবর ২০১৯ ইং দুপুরে সিএমপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির উপ পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. হাসান চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ও.আর নিজাম রোড ব্রাঞ্চ মো. আবদুল মান্নান, রিটেইল বিজনেস চট্টগ্রাম জোনের প্রধান জয়নাল আবেদিন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার একেএম শাকিল আহমেদ প্রমুখ।
পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান এসময় প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, প্রিমিয়ার ব্যাংকের সাথে সিএমপির এক সমঝোতা চুক্তি স্মারকের আওতায় সিএমপি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করছে প্রিমিয়ার ব্যাংক।
প্রেস বিজ্ঞপ্তি