সারাদেশে গতকাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল পেয়ে কেউ খুব খুশি আবার কেউ হতাশ!
চট্টগ্রামের একপাশে বাঁশখালী উপজেলা। পুরো চট্টগ্রামে আবার এই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সেরা হয়েছে বাঁশখালী। পাশের হার ৯৯.৬৪%।
হ্যাঁ, অবাক করার মতোই খবর। বাঁশখালীকে নিয়ে নানান বিরূপ সংবাদের মাঝে এ বড় পরম প্রাপ্তি।
বাঁশখালী নিয়ে বড়রা যেখানে নিজেরাই বদনাম কুড়ানোতে লিপ্ত সেখানে সুনাম কুড়িয়ে এনেছে বাঁশখালীর পিইসিই’র ক্ষুদে শিক্ষার্থীরা।
বোর্ড থেকে জানা গেছে, বাঁশখালী থেকে মোট ৯৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ৯৩৬২ জনই কৃতকার্য হয়েছে। পাসের হার-৯৯.৬৪ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে রাঙ্গুনিয়া। তাদের পাশের হার ৯৯.৩৬%